প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১:২১ AM

অলংকারী গ্রামে মো: রফিকুল আলীর বাড়িতে আশ্রয় থাকা এক মহিলার উপর সন্ত্রাসী হামলা করে কাজী আবুল বাশার এবং স্থানীয় ছাত্রলীগের দুই কর্মী। (১৭ জানুয়ারি) সকালে বিশ্বনাথ উপজেলার অলংকারী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত গৃহবধূ (রাখাকে) উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
রাখা বলেন, দীর্ঘদিন যাবৎ আমার স্বামীর ক্রয়কৃত জমি নিয়ে আমাদের সাথে অহেতুক বিক্রয়ের জন্য চাপ দিয়ে আসছিল। এরই জের ধরে তারা আমাদের আশ্রয় থাকা বাড়ির খোঁজা পেয়ে হামলা করে। তাদের আঘাতে আমি মাটিতে পড়ে গেলে আমার ছেলের চিৎকার শুনে প্রতিবেশীরা আসলে আক্রমণকারীরা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে মো: রফিকুল আলী বলেন, তারা আমার আত্মীয় তাদের জায়গা জমি নিয়ে বিরুধ চলায় আমার বাড়িতে আশ্রয়ে ছিল। কিন্তু এখানে এসেও হামলা করবে আমি চিন্তা করতে পারিনি।
উল্লেখ্য আহত মহিলার স্বামীর বাড়ী কুমিল্লার আনন্দপুরে বলে জানা যায়।