প্রকাশ: রবিবার, ১১ মে, ২০২৫, ৬:৩৭ পিএম

ভারত-পাকিস্তানের সংঘাত শেষ। তাই আবারও ফেরার অপেক্ষায় পিএসএল। তবে পিএসএল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয়, স্থগিত হওয়া বাকি ৮ ম্যাচ কোথায় হবে। পাকিস্তানে নাকি সংযুক্ত আরব আমিরাতে।
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার আগে আরব আমিরাতে টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী চান না সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের বাকি অংশ হোক। তার পরামর্শ, নিরাপত্তার শঙ্কায় যদি দেশে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে বাংলাদেশে যেন পিএসএলের বাকি অংশ আয়োজন করা হয়। নিজের ইউটিউব চ্যানেলে এমনই জানিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার।
বাংলাদেশের দর্শকের কথা মাথায় রেখেই পিএসএল আয়োজন করার কথা জানিয়েছেন বাসিত। ৫৪ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘যদি কোনো কারণে দেশে টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব না হয় তাহলে পিসিবিকে অনুরোধ করব দুবাইয়ে স্থানান্তর না করতে। তার পরিবর্তে বাংলাদেশকে বিবেচনা করা হোক। কারণ, স্টেডিয়ামগুলো দর্শকে পূর্ণ থাকে।
ভারত-পাকিস্তানের সংঘাত বন্ধ হলেও এখনো দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তাই কিছুটা হলেও নিরাপত্তা শঙ্কা থেকেই যাচ্ছে। এ জন্যই পিএসএলের বাকি ম্যাচ অন্য কোথাও আয়োজনের কথা ভাবছে পিসিবি। পিএসএলের এখনো ৮ ম্যাচ বাকি রয়েছে। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স।