প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৯:০৯ পিএম

গত ( ১৪ এপ্রিল) সোমবার বিকাল ৪ টার দিকে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি অহিদুল ইসলাম অহিদের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা মোঃ শহিদুল্লাহ'র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ তালুকদার, মাদ্রাসার সাবেক সভাপতি ও বাসাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মানিছ উদ্দিন বেপারী,রসুলপুর মাদ্রাসার সাবেক সভাপতি ও রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রউফ মাষ্টার, সাবেক প্রধান শিক্ষক মাওলানা হেদায়েতউল্লাহ্, আসলাম মাষ্টার,এতিমখানা কমিটির সভাপতি ও মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য হাফেজ আলমগীর,এতিমখানা কমিটির সহ-সভাপতি এডভোকেট রুহুল আমিন,তরুণ সমাজসেবক মেহেদী হাসান সজিব,সাবেক অভিভাবক সদস্যদের মধ্য আমির আলী ভূইয়া, আইয়ূব আলী বেপারী,ফিরোজ বেপারী,মোঃ হান্নান, সাইফুল ইসলাম মাষ্টার,বর্তমান সদস্য আল-আমিন মাষ্টারসহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি অহিদুল ইসলাম মাদ্রাসার লেখাপড়া সহ বিভিন্ন উন্নয়ন বিষয তুলে ধরেন।