বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
ছাত্র আন্দোলনে হামলা: জামিন পাননি ব্যারিস্টার সুমন
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১০:৩৯ AM

সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন শুনানির জন্য বিকালে তাকে হবিগঞ্জ আদালতে তোলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কারাগারের থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দেয়নি আদালত।

সোমবার বিকালে তাকে হবিগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মো. কামরুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক।

গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর সুমনসহ ৯৭ জনকে আসামি করে মামলা করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়।

এ মামলা ছাড়াও সুমনের বিরুদ্ধে রাজধানীর মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।

নাজমুল হক বলেন, “চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জামিন শুনানির তারিখ ধার্য ছিল সোমবার। ব্যারিস্টার সুমনের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মো. আব্দুস শহীদ।

“রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

সেইসঙ্গে আগামী ২৬ এপ্রিল এই মামলার জামিন শুনানির কথা রয়েছে বলে জানান আদালত পুলিশের এই পরিদর্শক।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস শহীদ বলেন, “চুনারুঘাটে হামলার ঘটনায় সুমনের কোনও সম্পৃক্ততা ছিল না বলে আমরা আদালতকে বলেছি। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। ওই ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। ব্যারিস্টার সুমন নিজেও বিচারকের সঙ্গে কথা বলেছেন।”

আদালতে তোলার সময় ব্যারিস্টার সুমন দেশের মানুষের মঙ্গল কামান করেছেন। তিনি বলেন, “দোয়া করি দেশের মানুষ ভাল থাকুক, আমি দেশের মানুষের মঙ্গল কামান করছি।”

গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২১ অক্টোবর সাবেক সংসদ সদস্য সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। দুই দিন আগে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com