বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
উখিয়ায় দুইপক্ষের সংঘর্ষে খতিবসহ নিহত ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৯:৪০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে স্থানীয় একটি মসজিদের ইমামসহ তিনজন নিহত হয়েছেন। 

রোববার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও মাওলানা আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং চাচাতো বোন শাহিনা বেগম। তাদের মধ্যে মাওলানা আবদুল্লাহ আল মামুন জামায়াত ইসলামীর রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান এবং শাহিনা আক্তার আপন ভাই বোন। তারা সম্পর্কে আবদুল্লাহ আল মানুনের চাচাতো ভাই-বোন। এবার ঈদে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন শাহিনা। রোববার সকালে জায়গা জমি সংক্রান্ত বিষয়টি মামুন-মান্নানের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একপক্ষ অন্যপক্ষের ওপর হামলা চালায়। সংঘর্ষে তিনজন নিহতের পাশাপাশি আরও কয়েকজন আহত হয়।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রোববার সকালে বাউন্ডারি দেয়াল নির্মাণ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত হন। এ ধরণের ঘটনা এই এলাকায় অতীতে কখনও ঘটেনি। ঘটনাটি খুবই দুঃখজনক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com