মঙ্গলবার ২৪ জুন ২০২৫ ৯ আষাঢ় ১৪৩২

শিরোনাম: ইরাক-কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, আরও জবাব দেওয়ার হুঁশিয়ারি   ইরানে মার্কিন হামলা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি   নিবন্ধনের জন্য ইসিতে ১৪৭ রাজনৈতিক দলের আবেদন   চীনের দারস্থ যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী খোলা রাখতে ইরানকে চাপের অনুরোধ   সাবেক সিইসি নুরুল হুদা পুলিশ হেফাজতে   ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় ফর্মুলায় নারাজ বিএনপিসহ ৩ দল   সাবেক তিন সিইসি ও শেখ হাসিনাসহ ২৪ জনের বিরুদ্ধে বিএনপির মামলা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ভোলায় দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৮
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১১:৪২ AM

ভোলায় খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। 

এ ছাড়া উভয়পক্ষের অন্তত আট জন আহত হয়েছেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহত মো. জামাল হাওলাদার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন। তার বাবার নাম মো. মোতালেব হাওলাদার।

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৫টা থেকে ভোলা সদর টু ভেলুমিয়া সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ তুলে নেন তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামের মো. ইব্রাহিম ও মো. আলমের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার দুপুরে দুই পক্ষ ওই জমি দখল করতে এলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেলুমিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হাওলাদার উভয়পক্ষকে থামাতে গেলে তার ওপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com