শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫ ২৮ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: নির্বাচনী তফসিল ঘোষনার পরে ওসমান হাদিকে গুলি করায় সাদিক কায়েমের ক্ষোভ   ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান   “বেঁচে থাকুন, ফিরে আসুন” হাদির জন্য কাঁদছে বাংলাদেশ   ধর্মান্ধদের চক্রান্তে না পড়ে ধানেরশীষে ভোট দিয়ে উন্নয়ন করার সুযোগ দিন: সাবেক এমপি কাজী আলাউদ্দিন    মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উদযাপিত   মতলব উত্তরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   মোংলায় ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৩:৩২ পিএম

গতকাল ছিল সাকিবের জন্মদিন। একই দিন হার্ট অ‍্যাটাক করে হাসপাতালে ভর্তি তামিম- সেই খবর শুনে বিশেষ দিনের ‘আনন্দ মাটি হয়ে গেছে’ সাকিবের। তামিমের জন‍্য দোয়া চেয়েছেন দেশ সেরা ক্রিকেটার। 

এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন বাঁহাতি অলরাউন্ডার। তার একদিন পর মঙ্গলবার সকালে তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজা এবং মা শিরিন রেজা।
 
হৃদরোগে আক্রান্ত হয়ে তামিম ইকবাল এই মুহূর্তে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে নিবিড় পর্যবেক্ষণে আছেন। গতকাল পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তার হার্টে রিং পরানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তামিমের অবস্থা জানতে অপেক্ষা করতে হবে ২৪ থেকে ৪৮ ঘণ্টা। 

তামিমকে দেখে ফেরার পথে গণমাধ্যমের মুখোমুখি হয়ে কিছুক্ষণ কথা বলেন সাকিবের বাবা-মা। সাকিবের বাবা মাসরুর রেজা বলেছেন, ‘তামিম সুস্থ আছেন। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে বাসায় ফিরতে পারবে। ইকবাল ভাইতো (তামিমের বাবা) আমার খেলার বন্ধু। ফলে তামিমের বাবার বিয়ের আগেই তার সঙ্গে আমার সম্পর্ক। তামিম আমার সন্তান, তার এই খবরে অস্থিরতার মধ্যে ছিলাম।’

সাকিবের মা শিরিন রেজা বলেছেন, ‘আল্লাহ রহমত করেছেন। দেশের মানুষের দোয়া ছিল। সবকিছু মিলিয়ে তামিম এখন ভালো আছে। মা হিসেবে আমার কাছে এই খবরটি স্বস্তির।’

মঙ্গলবার কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ গণমাধ্যমকে বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’

কিছুটা সুস্থ হলেও এখন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে তামিমকে। মঙ্গলবার দুপুরের দিকে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সব ঠিক থাকলে আনা হবে ঢাকায়। পারিবারিক সূত্রে জানা গেছে, তামিমকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হবে। যদিও সবটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। আপাতত সিসিইউতেই আছেন তিনি।

তামিম মাঠে গুরুতর অসুস্থ হন সোমবার। তখন বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আনা হয়েছিল। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজেই চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com