
ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বায়সা-চাঁদপুর দাখিল মাদাসা মাঠে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে, নিত্যনন্দকাটি স্কুল মাঠে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে ও গদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন বাবুর সভাপতিত্বে বেনেয়ালী বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩মার্চ) আসরবাদ ইফতারপূর্ব আলোচনা সভায় পৃথক এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, বিএনপি নেতা শাহিন আহম্মেদ, জহিরুল ইসলাম লিন্টু, নুরুজ্জামান কনক, নজরুল ইসলাম মাস্টার, হায়দার আলী, আমির হোসেন মেম্বার, তবিবর রহমান তবি, ওহিদুজআমান লিটু, আখিজুর রহমান পলাশ, নুর মোহাম্মদ, ওলিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে ঝিকরগাছা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) আসরবাদ ঝিকরগাছা বিএম হাইস্কুলে প্রাঙ্গণে ইফতারপূর্ব জুলাইয়ের ছাত্র-জনতা গণঅভ্যূত্থানে শহীদ ও আহতদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
ইফতারপূর্বক আলোচনায় সভায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মাহমুদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ, জেলা যুগ্ম আহবায়ক রেদওয়ান রনি, প্রতিনিধি সাজিদ সারওয়ার, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা মো. নওসের আলী, আহত আব্দুল্লাহ আল মাহমুদ আকাশের পিতা আবুল হাসেম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম, যুবদল নেতা মো. নজরুল ইসলাম,
উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসলাম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আঁখি খাতুন, জেলা যুগ্ম সদস্য সচিব মো. আসলাম উদ্দীন, মুখপাত্র সাজ্জাদ শাহরিয়ার, মুখ্য সংগঠক শাহনুর রহমান স্মরণসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পাঁচশতাধিক ছাত্র-জনতা অংশ নেন।