বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় রাতের আঁধারে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব।
রবিবার (২৩ মার্চ ) এর প্রথম প্রহরে নগরীর মিশনপাড়া এলাকায় বসবাসরত প্রায় ৪০০ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী পৌঁছে দেন তিনি।
সামাজিক যোগযোগ মাধ্যমে পাওয়া ভিডিওচিত্রে তাকে স্ব-শরীরে উপস্থিত থেকে তার নেতাকর্মীদের নিয়ে ভ্যান গাড়িতে করে দরজায় দরজায় ঈদ সামগ্রী পৌঁছে দিতে দেখা যায়।
ভিন্ন আঙ্গিকে গোপনীয়তা বজায় রেখে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ প্রশংসায় ভাসছেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব জানান, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষগুলো যারা কারো কাছে সাহায্য চাইতে পারে না, বলতে পারে না, কাছে আসতে পারে না তাদেরকে গোপনীয়তা বজায় রেখে ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দেয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র একটি প্রচেষ্টা আমাদের।
তিনি বলেন, যেহেতু আমরা রাজনৈতিক দল করি। আমাদের দলের নিৰ্দেশনা তো আছেই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই প্রতিদিনেও অল্প-স্বল্পভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তেমন বড় কিছু না সহযোগিতা মানুষের পাশে থাকার মানসিকতা থেকে করা।