প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১০:৪৩ পিএম

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬০ গ্রাম হেরোইন, ৩৬ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ১,৫৬,৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযানে মোছা. হাফসা আক্তার (২৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হলেও তার স্বামী খোরশেদ আলম (৩২) পালিয়ে গেছেন।
সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান
গতকাল (২০ মার্চ) রাত ৯:৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, নেত্রকোনা ও বাংলাদেশ সেনাবাহিনীর নেত্রকোনা সদর ক্যাম্পের যৌথ অভিযানে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের মানিকদির গ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক। এ সময় উল্লেখিত পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এজাহার দায়ের ও পলাতক আসামি
অভিযানে ধরা পড়া হাফসা আক্তারের স্বামী খোরশেদ আলম পালিয়ে যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, নেত্রকোনার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।