প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:২৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে আটক বাংলাদেশি জেলেকে আজ মঙ্গলবার ফেরত দিয়েছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বি এস এফ)।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীতে মাছ ধরার সময় ভুলক্রমে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করলে বাংলাদেশি এক জেলেকে নৌকা ও জালসহ আটক করে বিএসএফ।
আটকের পরের দিন কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।
মঙ্গলবার ( ১৭ মার্চ) দুপুর গণমাধ্যমে পাঠানো প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান,।
তিনি জানান, গত ১৭ মার্চ রাত আনুমানিক সোয়া আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীনস্থ রঘুনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭/৯-এস এর নিকট মোঃ আলমগীর শেখ নামে বাংলাদেশী এক জেলে একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরার সময় অবৈধভাবে আনুমানিক ৭০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ এর নিমতিতা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।
পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, বিএসএফ কমান্ড্যান্ট এর সাথে অবৈধভাবে অনুপ্রবেশকারী জেলেকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করেন।
পরে অধিনায়ক এর দিক-নির্দেশনায় ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার মোবাইলের মাধ্যমে নিমতিতা বিএসএফ ক্যাম্প কমান্ডারের সাথে যোগাযোগ করে আটককৃত বাংলাদেশী জেলেকে ফেরত দেওয়ার বিষয় আলোচনা করেন।
প্রেক্ষিতে ১৮ মার্চ সকাল ১১টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০/৪-এস এর নিকট বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ ফেরত আনা হয়। বাংলাদেশী জেলেকে নৌকা ও জালসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।