প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১২:৫৬ পিএম

ফরিদপুরের সালথায় চাঁদা না দেয়ায় মো. গোলাম মোস্তফা (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের এ ঘটনায় সোমবার (১৭ মার্চ) বিকেলে সালথা থানায় একটি মামলা করেছেন আহত গোলাম মোস্তফার স্ত্রী মোসা. মঞ্জু বেগম।
মামলার বাদী মঞ্জু বেগম কালের কণ্ঠকে বলেন, হামলা-মামলার ভয় দেখিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোস্তফার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন রহমান মিয়া ও হুমাউন মিয়াসহ তাদের সহযোগিরা। ওই টাকা না দেওয়ায় গত রবিবার (১৬ মার্চ) সকালে বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করার সময় মোস্তফার উপর অতর্কিত হামলা চালায় রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ ৫-৬।
এ সময় হামলাকারীরা তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় মোস্তফাকে উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়।
হামলার বিষয়ে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
উল্লেখ্য, এই চক্র গত বৃহস্পতিবার ১৩ মার্চ চাঁদার দাবিতে একই গ্রামের মোহাম্মাদ মোল্লাকে মারপিট করার অভিযোগ আছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যর উপর হামলার ঘটনায় সোমবার একটি মামলা রুজু করা হয়েছে।