বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
মহাসড়কে ডিবি পরিচয়ে কোটি টাকা ছিনতাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১১:১১ পিএম

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক কোটি ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে জেলার সোনারগাঁও উপজেলার দড়িকান্দী ব্রীজ এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার ও তার গাড়ি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ওই টাকা ছিনিয়ে নেয়।

থানায় দায়ের করা অবিযোগ থেকে জানা গেছে, ‘দিবা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মো. নাজিম উদ্দিন এবং ওই প্রতিষ্ঠানে গাড়ি চালক মামুন শেখ রাজধানীর মতিঝিল সিটি ব্যাংক থেকে এক কোটি ১০ লাখ টাকা তুলে চাঁদপুর শাখায় নিয়ে যাচ্ছিলেন। তাদের বহনকরা গাড়িটি সোনারগাঁওয়ের দড়িকান্দি ব্রীজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি সিলভার রঙের এক্সিও ফিল্ডার গাড়ি তাদের বহনকরা গাড়িটির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি তল্লাশির নামে তাদের আটক করে।

এ সময় ডিবি পুলিশ পরিচয় দেওয়া ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ম্যানেজার এবং চালককে জিম্মি করে তাদের চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে মাইক্রোবাসে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায়। পরে অপরিচিত স্থানে নিয়ে চোখ বাঁধাবস্থায় গাড়ি থামিয়ে প্রতিষ্ঠানের মাইক্রোবাসে রাখা দুটি ব্যাগে থাকা টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির ভুক্তভোগী ম্যানেজার মো. নাজিম উদ্দিন জানান, তাদের কোম্পানির মালিক দেশের বাইরে থাকায় চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে চাঁদপুর নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনার বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। 

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে এবং আশপাশে সিসিটিভি না থাকায় তদন্তে কিছুটা সমস্যা হচ্ছে। তবে প্রযুক্তির সহায়তায় তদন্তের কাজ শুরু হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, তিনি ঘটনাটি শুনেছেন তবে, ছুটিতে থাকায় বিস্তারিত জানতে পারেননি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com