প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ১২:৩৭ পিএম

রাঙামাটিতে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অস্ত্রধারী সদরা প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র নির্মল চাকমাকে গুলি করে হত্যা করেছে।
রোববার (১৬ মার্চ) সকালে জেলা সদরের সাফছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তন্যা খামার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে তন্যা খামারপাড়া এলাকায় সন্তু লারমার পিসিজেএসএস’র সদস্যরা ইউপিডিএফ’র তিনজন কালেক্টরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় ঘটনাস্থলে ইউপিডিএফ’র সাব পোস্ট পরিচালক ও কালেক্টর নির্মল চাকমা গুলিতে নিহত হন। তবে ইউপিডিএফ’র অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দীন বলেন, আমিও ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।