প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১০:২৮ পিএম

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন এই স্লোগানকে সামনে নিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ঢাকা জেলা খেলাফত মজলিস।
ঢাকার ধামরাইয়ে আজ ১২ রমজান (১৩ ই মার্চ) বৃহস্পতিবার ধামরাই থানা স্ট্যান্ডের একটি চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা জেলার আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শীর্ষ আলেম-ওলামা, রাজনীতিবিদ, সুধীজন, সাংবাদিকবৃন্দদের সাথে নিয়ে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন,খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমির সাইখুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী।
প্রধান অতিধির বক্তব্যে নায়েবে আমি বলেন, বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠিত হলে প্রতিটি মানুষের ভিতরে তাকওয়া আসবে। আর কোন মেয়েকে ধর্ষিতা হতে হবে না। আসিয়ার মত কোন মেয়েকে জীবন দিতে হবে না। বাংলাদেশে সকল মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে। তার নিজের পছন্দের মানুষকে ক্ষমতায় আনতে পারবে। সেই লক্ষ্যেই খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।
মুফতি আশরাফ আলী সভাপতিতে ঢাকা জেলা খেলাফত মজলিসে সেক্রেটারি আলী আকরামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ঢাকা জেলার সাবেক সভাপতি কাজী ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি হুজাইফা, মাওলানা আব্দুল জলিল, খলিলুর রহমান কাসেমী, আবু বক্কর সিদ্দিক, তাজুল ইসলামসহ সুশীল সমাজ স্থানীয় সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।