রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ ২৯ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতার করে ফেরত পাঠানোর আহ্বান   হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে বেশি   ঐতিহ্যবাহী ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন   হামলাকারীর শেঁকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে: অ্যার্টনি জেনারেল   সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ    মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধে অবৈধ বালু পাইপলাইন উচ্ছেদ   কানসাটে অসময়ের কাটিমন আম, মণপ্রতি ১৬ হাজার টাকা   
http://www.dailyvorerpata.com/ad/1763085968.gif
ঝিকরগাছায় জমি বিরোধে দু’পক্ষের ৪ জন আহত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৫:৫৯ পিএম

যশোরের ঝিকরগাছার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সহিংসতার ঘটনায়  দু’পক্ষের অন্তত ৪ জন মারাত্বকভাবে আহত হয়েছেন। 

আহরা হলেন, নির্বাসখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি শিওরদাহ গ্রামের লিয়াকত আলী মধুর ছেলে আজিজুর রহমান রিপন (৪২), আজিজুর রহমানের ছেলে ইমরান হোসেন (২২), মেছের সরদারের ছেলে মিন্টু মিয়া (২৯) ও উজ্জেত আলীর মেয়ে রেনুকা খাতুন (৩০)। 

আহতদের মধ্যে রেনুকা যশোর সদর ও বাকিরা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতা আজিজুর রহমান রিপন বাদি হয়ে প্রতিপক্ষ ৪জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলো, শিওরদাহ গ্রামের আকবার আলীর ছেলে মনিরুজ্জামান, জাহাবক্স সরদারের ছেলে ইজ্জত আলী ও গোলাম গোসেন, মোবারকের ছেলে নুর আলম। অভিযোগ সুত্রে জানাগেছে, বিবাদী ইজ্জত আলীগংদের সাথে ইসমাইল হোসেন (আমেরিকা প্রবাসী), রহিমা খাতুন, ওলিয়ার রহমান ও আব্দুল আলিমসহ স্থানীয় কয়েকজনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। 

বিরোধ নিরসনের লক্ষ্যে শালিসে রিপনকে আমন্ত্রণ জানানো হয়। রিপনসহ তার সঙ্গীরা  বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে শিওরদাহ স্কুলের সামনে বিরোধীয় জমিতে পৌছালে মনিরুজ্জামানের নেতৃত্বে শালিসে উপস্থিত সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। নিষেধ করলে তাদের হাতে থাকা ধারালো চাকু, দা ও কুড়াল দিয়ে রিপন ও তার সঙ্গীদের  উপর হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রবাসী ইসমাইল হোসেনের ভাগ্নে সুমন হোসেন জানান, ইজ্জত আলীগংদের নিকট থেকে ১২৫ নং শিওরদাহ মৌজার ৪৪৯নং খতিয়ানের ১৯৯দাগের ৭৭শতক জমির মধ্যে ৬৪শতক জমি ক্রয় করা হয়। 

সেই জমি থেকে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দুই বছরপূর্বে ২ শতক জমি জোরপূর্বক দখল করে নেয়। যা নিয়ে বেশ কয়েকবার শালিস হয়েছে। বৃহস্পতিবার ছিল জমি মাপার দিন। জমি মাপতে না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে বলে দাবি করেন সুমন।
 
এ বিষয় জানতে চাইলে ইজ্জত আলী বলেন, জমির দলিল দেখাতে না পারায় জমি মাপতে দেয়া হয়নি। 

দা-কুড়াল দিয়ে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার মেয়ের জামাইরা বাঁশকাটতে গিয়েছিল। সেসময় এই ঘটনা ঘটায় তাদের হাতে কুড়াল ও দা ছিল। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





http://www.dailyvorerpata.com/ad/1763086027.gif

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/1765376223.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763085829.gif
http://www.dailyvorerpata.com/ad/1763085901.jpg
http://www.dailyvorerpata.com/ad/1763091212.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com