প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:৫৬ পিএম

মোংলায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। এর আগেও নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে গিয়েছিল এই ধর্ষক।
থানার এজাহার সূত্রে জানা যায়, মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ডের মেছের শাহ সড়কের বসবাস করে গরির এক অসহায় পরিবার। বোনের স্বামীর মৃত্যুর পর ওই ৫ বছরের শিশু কন্যাটি তার মামার বাসায় বসবাস করে।
রোববার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় কন্যা শিশুটি বাসার সামনে খেলাধুলা করার সময় চকলেটের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যায় তাদের প্রতিবেশী মৃত শামছু ফকিরের ছেলে মো. মালেক ফকির (৪৫)
মালেক ফকির তার নিজ ঘরে ওই শিশু কন্যাটিকে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। পরে শিশুটিকে ধর্ষণচেষ্টা করলে শিশুটির কান্নাসহ ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক মালেক ফকির কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
ধর্ষক মালেক ফকির অত্যন্ত উশৃংঙ্খল, নেশাখোর, দুশ্চরিত্র, লম্পট ও নারী লোভী প্রকৃতির খারাপ মানুষ। পূর্বেও তার নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগে কারাগারে গিয়েছে বলেও এজাহারে উল্লেখ আছে।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, পৌর শহরের ১নং ওয়ার্ডের মেছের শাহ সড়কের একটি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়েছি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোংলা থানায় মামলা দায়ের হয়েছে।
আসামি মালেক ফকিরকে দ্রুত আইনের আওতায় আনতে গ্রেফতার অভিযান চলছে বলে জানায় থানার এ কর্মকর্তা।