প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৯:৪১ AM

ধর্ষণের বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠনে ৩ দিনের সময় বেঁধে দিয়েছে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’। রোববার সন্ধ্যায় ৫ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিলে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাস্পাসে মশাল মিছিল করেন তাঁরা। এতে ঢাকা বিশ্বিবদ্যালয় ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। আলাদা মিছিল করে বুয়েটের শিক্ষার্থীরাও।
বিক্ষুব্ধরা বলেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মামলার ক্ষেত্রে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন এবং এক মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিত করা।
এছাড়া, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার জবাবদিহির দাবিও জানান শিক্ষার্থীরা।
আগেরদিন শনিবার ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ শীর্ষক প্লাটফর্মের ঘোষণা দেন নারী শিক্ষার্থীরা। সম্প্রতি মাগুরা পৌর এলাকায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশু। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।