প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ১১:২১ পিএম

রাজধানীর কোতোয়ালি থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ধারালো চাপাতি, দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, ৮ মার্চ রাত ১১টা ১০ মিনিটে কোতোয়ালি থানার এসআই দেবব্রত সরদার সঙ্গীয় ফোর্সসহ বাবুবাজার ব্রিজের নিচে টহল ডিউটিতে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উক্ত স্থানে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত সেখানে উপস্থিত হলে সন্দেহভাজন ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. সাকিব ও মো. ফারহান খানকে অস্ত্রসহ আটক করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদের পর, তাদের দেওয়া তথ্য অনুযায়ী কোতয়ালী থানা পুলিশের একটি বিশেষ দল রাতব্যাপী অভিযান চালিয়ে আরও তিনজন সহযোগী—সালমান আহম্মেদ, মো. জিহান আহম্মেদ ও মুশফিকুর রহমান জারিফ—কে বংশাল থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে দুটি ধারালো চাপাতি, চারটি দেশীয় অস্ত্র, একটি সুইচ গিয়ার চাকু এবং একটি স্টিলের লম্বা সেলাই রেঞ্জ। পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা ‘আর্মেনিয়ান গ্যাং’ নামে একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য বলে নিজেদের পরিচয় দিয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন শিকদার।