প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৯:১১ পিএম আপডেট: ০৯.০৩.২০২৫ ৯:১৩ PM

রমজান মাসের বিকেলে ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজর মক্কার পবিত্র কাবা শরীফে। এ সময় সেখানে থাকা হাজার হাজার মুসল্লি বৃষ্টিতে ভিজে কাবা প্রদক্ষিণ করছিলেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ তাদের ফেসবুক পেজে দুটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আছে।
পবিত্র রমজান মাসে বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি মানুষ ওমরাহ করতে কাবায় যান। এই সময়ের ভিড় নিয়ন্ত্রণে আগে থেকেই বিভিন্ন প্রস্তুতি নিয়ে রাখে কর্তৃপক্ষ।
এছাড়া সেখানকার মুসল্লিদের জন্য করা হয় ইফতারের ব্যবস্থা। প্যাকেটে করে সেসব ইফতার সাধারণ মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।