প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:০৮ পিএম

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধিন অবৈধ ইটভাটা বন্ধের জন্য এক অভিযান পরিচালনা করেন কেরাণীগঞ্জ উপজেলা নির্বহী অফিসার রিনাত ফৌজিয়া।
আজ শনিবার সকালে কেরানীগঞ্জ উপজেলাধীন কোন্ডা ইউনিয়নের উৎরাইল এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নিউ ন্যাশনাল ম্যানুফেকচার নামক ইটভাটাটি উপযুক্ত ও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় উক্ত ইটভাটা অবৈধ হিসাবে গণ্য হয়। তৎখানাত ইটভাটাটির স্থাপিত বিষাক্ত কালো ধোঁয়া নির্গমনকারী চিমনি ভেকু মেশিনদ্বারা গুঁড়িয়ে দেয়া হয়।
রিনাত ফৌজিয়া এসময় উপস্থিত সাংবাদিকদের বলেন, হাইকোর্ট রিটপিটিশন ও জেলা প্রশাসক ঢাকা সদয় নির্বাচনের মোতাবেক কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চলছে। যেসব ইটভাটায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকবে তা অবৈধ বলে গন্য হবে বলে জানান তিনি।
অভিযানে সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পুলিশ, পল্লী বিদ্যুৎ সমিতি -৪, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, সাংবাদিক, স্থানীয় জনগণ।