শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর কাছে ছিল ‘পুলিশের লুট হওয়া পিস্তল’
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৮:০৩ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট চট্টগ্রামের আট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে মনে করছে পুলিশ। পাঁচদিন আগে সাতকানিয়ায় গণপিটুনিতে জোড়া খুনের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার একটি পিস্তল থানার লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত হয়েছে। লুণ্ঠিত ১৬১টি অস্ত্র গত সাত মাসেও উদ্ধার করতে পারেনি চট্টগ্রামের পুলিশ। 

গত সোমবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয় জামায়াতের দুই কর্মী। স্থানীয়দের উপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তারা। 

পরে মরদেহের পাশে যে পিস্তল পাওয়া গেছে তা থানার লুণ্ঠিত অস্ত্র হওয়ায় শঙ্কিত খোদ পুলিশও।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার রইছ উদ্দিন বলেন, ‘এই অস্ত্রগুলো যাতে কোনোভাবেই পেশাদার অপরাধীদের না পৌঁছায় সে ব্যাপারে আমাদের একটা তৎপরতা রয়েছে। আর আমরা গোপনে তথ্য সংগ্রহ করছি, কাদের কাছে এ অস্ত্রগুলো যেতে পারে। এই তথ্যগুলো আমরা সংগ্রহ করছি।’

পুলিশ বলছে, গত ৫ আগস্ট চট্টগ্রামে নগরের ৮ থানা ও ৮ ফাঁড়ি থেকে লুট হয় ৩০০টি পিস্তলসহ মোট ৯৪৮টি অস্ত্র ও ১২ হাজার গুলি। সাতকানিয়ায় সোমবার উদ্ধার পিস্তলটি ছিল ব্রাজিলিয়ান ‘টরাস- টিএএইচ’ মডেলের। ৬ ইঞ্চির ছোট্ট এই পিস্তলের দুটি ম্যাগজিনে রাখা যায় ১৭ রাউন্ড গুলি। এই পিস্তল নগর পুলিশের কোতোয়ালি থানা থেকে লুট হয়েছিল বলে বডি নম্বর মিলিয়ে নিশ্চিত হয় পুলিশ।

সাতকানিয়ার ডাকাত সন্দেহে দুজনকে হত্যা পরিকল্পিত: জামায়াত সাতকানিয়ার ডাকাত সন্দেহে দুজনকে হত্যা পরিকল্পিত: জামায়াত 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, ‘এটা সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া অস্ত্র। ওই অস্ত্রটাই গুলি করতে করতে বুলেট শেষ হয়ে যায়। আমাদের থানা থেকে লুট হয়ে অস্ত্রগুলো যে ওখানে প্রদর্শিত হলো, অনেকগুলো অস্ত্র ওখানে প্রদর্শিত হয়েছে। অনেকেই যারা ওখানে প্রত্যক্ষদর্শী বলেছেন, এই অস্ত্রগুলো পুলিশের অস্ত্রের মতো দেখতে।’ 

থানা থেকে লুট হওয়া ৭৮৭ টি অস্ত্রের মধ্যে সোমবার পর্যন্ত উদ্ধার হয় ৬২৬টি। বাকি ১৬১টি এখনও উদ্ধার না হওয়ায় জনমনে বাড়ছে উদ্বেগ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com