শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ: জামায়াত আমির   খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির   খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স    বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
কাতার বিশ্বকাপের দ্বিগুণ বরাদ্দ ক্লাব বিশ্বকাপে, বিশাল প্রাইজমানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:১৪ পিএম

চলতি বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ৩২টি দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতার আসর বসবে। ইতোমধ্যে এই ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। যা সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের চেয়ে দ্বিগুণেরও বেশি, ওই আসরে প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। আর ক্লাব বিশ্বকাপের জন্য ১০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে।

তবে অংশগ্রহণকারী ৩২টি দলের মাঝে কীভাবে ওই অর্থ বন্টন করা হবে সেটি নিশ্চিত করেনি বিশ্ব ফুটবলের গভর্নিং বডি। এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, এই টুর্নামেন্ট থেকে যে পরিমাণ অর্থ

আয় হবে, তার পুরোটাই অংশ নেওয়া ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। নিজেদের জন্য একটি ডলারও রাখবে না ফিফা। টুর্নামেন্টে অংশ নেওয়া সব ক্লাবের জন্যই প্রাইজমানি থাকবে। এ ছাড়া পারফরম্যান্স ফি দেওয়া হবে ফলাফলের ওপর ভিত্তি করে।

এ ছাড়া আসন্ন ক্লাব বিশ্বকাপ থেকে ২০০ কোটি ডলার আয় হতে পারে বলে জানিয়েছে ফিফা। ২০২৮ সাল থেকে অনুষ্ঠিত হবে মেয়েদের ক্লাব বিশ্বকাপ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ‘শুধু ইউরোপ নয়, আমরা চাই পুরো বিশ্বের ক্লাব ফুটবলের উন্নয়ন। এজন্য ফিফার চমৎকার কিছু পরিকল্পনা রয়েছে। তা ছাড়া ক্লাবগুলোও যাতে আগ্রহী হয় তার ব্যবস্থাও আমরা করছি। এই ক্লাব বিশ্বকাপের আয় থেকে ২৫০ মিলিয়ন ডলার আমরা বিতরণ করব পুরো বিশ্বের ক্লাবগুলোর মাঝে।’

এর আগে নতুন ফরম্যাটে ৩২টি দল নিয়ে প্রথমবার ফিফা ক্লাব বিশ্বকাপের ঘোষণা আসে ২০২৩ সালে। যা শুরু হবে আর মাত্র সাড়ে তিন মাসেরও কম সময় পর। এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন করে আসছে মাত্র ৭টি দল নিয়ে। সর্বশেষ ২০২৩ আসরের জন্য প্রাইজমানি ছিল ১.৬ কোটি ডলার। এর মধ্যে চ্যাম্পিয়ন দলকে ৫০ লাখ এবং রানারআপ দলকে ৪০ লাখ ডলার দেওয়া হয়। এ ছাড়া তৃতীয় স্থানধারী ২৫ লাখ ও চতুর্থ নম্বরের দলের জন্য বরাদ্দ ছিল ২০ লাখ ডলার। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল যথাক্রমে ১০ লাখ ডলার করে পেয়েছিল।

নতুন ফরম্যাটের ২০২৫ ক্লাব বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে ইউরোপ থেকে ১২টি, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকা থেকে ৪টি করে ক্লাব থাকবে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের, আরেকটি স্বাগতিক দেশের। ৮ গ্রুপে ভাগ হয়ে হবে এই বিশ্বকাপ, প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল নকআউট পর্বে উঠবে। সবমিলিয়ে হবে ৬৩টি ম্যাচ।

১৪ জুন উদ্বোধনী ম্যাচে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলি। ১৩ জুলাই নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে হবে টুর্নামেন্টটির ফাইনাল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com