বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
বরগুনায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ভাইসহ ৪ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৪:৫৪ পিএম

বরগুনার বামনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাটার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টার দিকে বামনা উপজেলার গুদিঘাটা নামক এলাকার দক্ষিণ ঠুডাখালী নদীর তীর সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই চারজনের প্রত্যেকের নামে ১৩ থেকে ১৫টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছেন বামনা থানা পুলিশের উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের গাবতলী নামক এলাকার খালেক খানের ছেলে হোসেন খান (২৫), বরগুনা পৌরসভার খাড়াকান্দা এলাকার মরহুম মোসলেম খানের ছেলে রাজু খান (২৬), বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী নামক এলাকার গণি আকনের ছেলে সজীব আকন (২৭) ও শাহজালাল আকন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুদিঘাটা নামক এলাকার দক্ষিণ ঠুডাখালী নদীর তীরে ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে দ্রুত সময়ের মধ্যে বামনা থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় চার ডাকাতকে আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাটার উদ্ধার করা হয়।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে বামনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ হাওলাদার বলেন, বৃহস্পতিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com