শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সমুদ্রে ৪ দিন ভাসমান অবস্থায় ফিশিং ট্রলারসহ ১৩ জেলে উদ্ধার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৩:০২ পিএম

ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ‘এমভি মা বাবার দোয়া’ ফিশিং ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্ট গার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বুধবার দুপুর ২টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ হতে কল পেয়ে ‘এমভি মা বাবার দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। মাছ ধরার ফিশিং ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড মোংলা পশ্চিম জোন অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল তৎক্ষণাৎ উদ্ধার অভিযানে যায় এবং ওই স্থানে গমন করে। অতি দ্রুত উদ্ধারকারী দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল ফিশিং ট্রলারটিতে থাকা ১৩ জন জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড। পরবর্তীতে উদ্ধারকারী দল ফিশিং ট্রলারসহ জেলেদের নিরাপদে দুবলার চরে এনে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়। 

জানা যায়, ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন পূর্বে মাছ ধরার উদ্দেশ্যে  জেলেদের নিয়ে সমুদ্রে যাত্রা করে। ৮ দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতেছিল। তবে ট্রলারে থাকা রসোদ ফুরিয়ে আসছিল বলে জেলেদের বরাত দিয়ে জানায় কোস্ট গার্ড।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষকে জানানো হয়েছে, তারা নিজস্ব ব্যবস্থাপনায় ফিশিং ট্রলারটি দুবলার চরে ক্ষতস্থান পুনরায় মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাবে। 

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক সমুদ্র, সুন্দরবন ছাড়াও উপকুলীয় এলাকার বিভিন্ন জায়গায় মানুষের বিপদের সময উদ্ধার অভিযানে এগিয়ে আসছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com