প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ২:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের তিন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এর মধ্যে রয়েছে বায়োটেক, বিমান ও সামুদ্রিক প্রকৌশল সংস্থা।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর ১৫ শতাংশ ও ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে চীন এই পদক্ষেপ নিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, মার্কিন সংস্থাগুলোর মধ্যে বেইজিং মার্কিন বায়োটেক সংস্থা ইলুমিনিয়াকে চিহ্নিত করে বলেছে যে, তারা ‘চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা’ গ্রহণ করেছে।
চীন আজ মঙ্গলবার (৪ মার্চ) থেকে ইলুমিনিয়াকে জিন সিকোয়েন্সিং মেশিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং কোম্পানিটিকে তার ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইলুমিনিয়া চীনা সংস্থাগুলোর বৈধ অধিকারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে।
এদিকে বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের মুরগি, গম, ভুট্টা এবং তুলাসহ বেশ কিছু কৃষি আমদানির ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
এ ছাড়া সয়াবিন, শুকরের মাংস, গরুর মাংস, ফল, শাকসবজি এবং দুগ্ধজাত পণ্যের মতো অন্যান্য পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্ক ১০ মার্চ থেকে কার্যকর হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় ১০টি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অনির্ভরযোগ্য সত্তার তালিকায়’ এবং ১৫টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে, যা আজ থেকে কার্যকর হবে।