বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বন্দি বিনিময় চুক্তিতে ভারত থেকে এলো ৩২ জেলে, ভারতে গেলো ৪৭ জেলে   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি নেতা নয়ন হত্যার ঘটনায় মামলা দায়ের   মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়    কুমিল্লা-২ আসন: বিএনপির মনোনীত প্রার্থীকে গণসংবর্ধনা ও শোডাউন    টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত   মাগুরায় এনসিপির ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা   সবার আগে বাংলাদেশ, ‘নো কমপ্রোমাইজ’: তারেক রহমান   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২:৪৯ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে সুরুজ গাজী নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতা ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নয়ন গাজী নামের এক ছাত্রদল নেতা। 

রবিবার (২ মার্চ) রাত ৮টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া শেরে বাংলানগর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা হামলাকারীদের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

নিহত যুবদল নেতা সুরুজ গাজী (৩৬) ওই এলাকার কাঞ্চন গাজীর ছেলে এবং বরিশাল সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।

এ ছাড়া গুরুতর আহত ছাত্রদল নেতা মো. নয়ন গাজী (৩২) একই এলাকার তসলিম গাজীর ছেলে। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সকালে নিহতের বড় ভাই শাহিন গাজী বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিন, তার দুই ছেলে এবং স্ত্রীসহ সাতজনকে অভিযুক্ত করেছেন।
 
এ ছাড়া আরো ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার (৩ মার্চ) সকালে দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

আহত এবং স্থানীয় সূত্র জানিয়েছে, হামলাকারী শাহিন হাওলাদার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তবে তার এক ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।

এ ছাড়া বরিশাল নগরীতে স্বর্ণ প্রতারক চক্রের অন্যতম হোতা শাহিন হাওলাদার ও তার স্ত্রী সাবানা বেগম।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তার এবং দেনা-পাওনা নিয়ে যুবদল নেতা সুরুজ গাজী ও স্বেচ্ছাসেবক দল নেতা শহিন হাওলাদারের মধ্যে বিরোধ চলে আসছিল। নয়ন গাজী ও সুরুজ গাজীর সঙ্গে জমির ব্যবসার টাকা নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা শাহিন হাওলাদার ওরফে সোনা শাহিন, তার ছেলে লিয়ন, ইমরান, স্ত্রী সাবানাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ হয়। এ নিয়ে রবিবার ইফতারের পর তাদের মধ্যে ঝগড়া বাধে।

একপর্যায়ে শাহিন ও তার পরিবারের সদস্যসহ ১০-১৫ জন মিলে সুরুজ ও নয়ন গাজীর ওপর অতর্কিত হামলা করে।

তারা দুজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সুরুজ গাজীকে মৃত ঘোষণা করেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মো. নাজমুল হোসাইন বলেন, হামলায় সুরুজ নামের একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তাছাড়া আহত নয়নকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের জেরে রাতেই স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহিনের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর থেকেই হামলাকারী পরিবার আত্মগোপনে থাকায় তাদের খোঁজ পাওয়া যায়নি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com