প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৪:১৪ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।
রোববার দুপুরে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বেলায়েত হোসেন, কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফএম কামাল হোসেন সংশ্লিষ্ট খামারীগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
প্রথম রমজান থেকে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ জনপ্রতি ১ লিটার ৮০ টাকা এবং ডিম জনপ্রতি ১ ডজন ১১৪ টাকা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানোর হবে বলে কর্তৃপক্ষ জানান।