শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৬ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৮ পিএম

গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিয়াউল করিম মোড়ল রিফাত, গাজীপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম সরকার, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক হিমেল, ছাত্রদল নেতা ফরহাদ হোসেন প্রমুখ।

এছাড়া এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে দেশব্যাপী ১৪৯ জন ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আন্দোলনে ছাত্রদল বরাবরই সক্রিয় ভাবে মাঠে ছিল। আজ একটি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি করছে। তারা আন্দোলনের পুরো কৃতিত্ব নিতে চাচ্ছে। স্বাধীনতা যুদ্ধে আলবদরের দোসররা আজ সোচ্চার। ছাত্রদল সবসময় ইতিবাচক রাজনীতি করতে চায়। ছাত্ররা নতুন সংগঠন করতে গিয়ে প্রথমেই তারা হট্টগোল করেছে। ছাত্রদলের নেতৃত্বে নিরাপদ ও সুষ্ঠু ক্যাম্পাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মন জয় করতে পারলেই নেতৃত্ব দিবে। দলের সাথে বেইমানি করলে কারো ক্ষমা নেই। ছাত্রলীগের সাথে যারা আপোষ করে চলবে, তাদের সংগঠন থেকে বের করে দেয়া হবে। ছাত্র শিবির আর ছাত্রলীগের রাজনীতি একই। দেশবিরোধী সকল ষড়যন্ত্রে তারা জড়িত। তারুণ্যের প্রতীক আগামী দিনের রাস্ট্র নায়ক তারেক রহমান বিশ্বসেরা সমাজ সংস্কারক। জ্ঞান ও মেধা ভিত্তিক সমাজ গঠনে তারেক রহমানের চেষ্টা অব্যাহত আছে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে। কলেজ শাখা ছাত্রদলে যারা নেতৃত্ব দিবে তাদের প্রতি সকলের সমর্থন থাকতে হবে।

কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ জানান, ছাত্রদলের কর্মী সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীদের মতামত নেয়া হয়েছে। পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয়, জেলা, উপজেলা এবং কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে এবং পরে দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলন শুরু হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com