বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    
ইংল্যান্ডকে বিদায় করে আফগানিস্তানের আরেকটি স্মরণীয় জয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৩ AM

ফাজালহাক ফারুকির স্লোয়ার বলে জফ্রা আর্চারের বড় শট খেলার চেষ্টায় টাইমিং হলো না ঠিকমতো, ক্যাচ নিলেন মোহাম্মদ নাবি। ইংল্যান্ডের নিভু নিভু সম্ভাবনার প্রদীপটাও যেন নিভে গেল সেখানেই। শেষ ওভারে তারা পারল না নাটকীয় কিছু করে দেখাতে। স্নায়ুর চাপ সামলে আজমাতউল্লাহ ওমারজাইয়ের দারুণ বোলিংয়ে আরেকটি স্মরণীয় জয় পেল আফগানিস্তান। ইংল্যান্ডকে বিদায় করে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল তারা।

নকআউটে পরিণত হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচে লাহোরে বুধবার আফগানদের জয় ৮ রানে।

ইব্রাহিম জাদরানের চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ১৭৭ রানের ইনিংসে আফগানিস্তান ৫০ ওভারে করে ৩২৫ রান। জবাবে জো রুটের দারুণ সেঞ্চুরির পরও এক বল বাকি থাকতে ৩১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

ইংলিশদের বিপক্ষে আফগানিস্তানের টানা দ্বিতীয় জয় এটি। দুই দলের আগের দেখায় ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে ৬৯ রানের অবিস্মরণীয় জয় পেয়েছিল তারা। এই সংস্করণে দুই দলের চারবারের দেখায় প্রথম দুটিতে ইংল্যান্ডের জয়ের পর দুটি জিতল আফগানরা।

১২ চার ও ৬ ছক্কায় ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ইব্রাহিম। পুরস্কারটি ওমারজাই পেলেও অবাক হওয়ার কিছু থাকত না। ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জেতা এই পেস বোলিং অলরাউন্ডার প্রথমে ছয়ে নেমে ৩ ছক্কা ও এক চারে ৩১ বলে করেন ৪১ রান। পরে দারুণ বোলিংয়ে নেন ৫ উইকেট।

আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে পঞ্চাশ ওভারের আইসিসি টুর্নামেন্টে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন ২৪ বছর বয়সী ওমারজাই।

শেষ পাঁচ ওভারে ৪ উইকেট হাতে রেখে ইংল্যান্ডের দরকার ছিল ৪৮ রান। সেঞ্চুরি করে উইকেটে তখনও রুট। ম্যাচ অনেকটা হেলে তখন ইংলিশদের দিকেই।

তবে ওমারজাইয়ের দুই ওভারে পাল্টে যায় চিত্র। ৪৬তম ওভারে শেষ স্পেলে বোলিংয়ে ফিরে রুটকে বিদায় করে বড় বাধা দূর করেন তিনি। নিজের পরের ওভারে এসে বিদায় করেন আরেক বাধা হয়ে থাকা জেমি ওভারটনকে। শেষ ওভারে আদিল রাশিদকে ফিরিয়ে ম্যাচের ইতিও টেনে দেন তিনিই।

শেষ ওভারে ইংল্যান্ডের ১৩ রানের প্রয়োজনে ওমারজাই দেন কেবল ৪ রান।

কাজে এলো না রুটের ১১ চার ও এক ছক্কায় গড়া ১১১ বলে ১২০ রানের চমৎকার ইনিংস। ওয়ানডেতে ৩৭ ইনিংসের মধ্যে তার প্রথম ও ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি এটি। এই ম্যাচের আগে সবশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি ২০১৯ বিশ্বকাপে।

আসরে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫১ রান করেও হারের পর এবারের এই পরাজয়। ২০০৯ সালের পর এই প্রথম ওয়ানডেতে টানা ছয় ম্যাচে হারের তেতো স্বাদ পেল ২০১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলটি।

বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রফি; আইসিসির টানা দুটি পঞ্চাশ ওভারের টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বিদায়ের বিষাদ সঙ্গী হলো তাদের।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com