শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ছাত্রলীগ স্টাইলে ও মোনাফেকি রাজনীতি করতে দেওয়া হবে না: ছাত্রদল সভাপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৯ পিএম

শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘বাংলাদেশে আর কখনো ছাত্রলীগ স্টাইলে রাজনীতি করতে দেওয়া হবে না।’ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে ইঙ্গিত করে ‘মোনাফেকি’ রাজনীতি প্রতিহতেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

বুধবার বিকেলে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা ছাত্রদল আয়োজিত সদস্য ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন রাকিবুল ইসলাম রাকিব। জেলার সকল কলেজ ও মাদরাসা শাখা ছাত্রদলের মধ্যে ফরম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রলীগের সেই রাজনীতিকে আমরা কবর দিয়েছি। বাংলাদেশে আর কখনো ছাত্রলীগ স্টাইলে রাজনীতি চলতে দেওয়া হবে না। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঘুনাক্ষরেও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আমরা তোমাদের আশ্বস্ত করছি এবং আমরা দায়িত্ব নিচ্ছি।’

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘যারা ছাত্রলীগের কমিটিতে ছিল এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তাদের কাউকে ছাত্রদলের পতাকা তলে নিয়ে আসা যাবে না। তাদের কাউকে সদস্য ফরম দেওয়া যাবে না। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রশিবরকে ইঙ্গিত করে ছাত্রদল সভাপতি বলেন, ‘যারা ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের পতাকা তলে রাজনীতি করেছে– এখন যদি তাদের কেউ এসে বলে, তারা আওয়ামী লীগের পতাকাতলে ছিল না। সত্যিকারের ছাত্রশিবির ছিল অথবা জামায়াতের রাজনীতি করে। আর তারা যদি আত্মপ্রকাশ করতে চায়, তাহলে তোমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিহত করবে। এ ধরনের মোনাফেকি কোনো রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না।’

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ছাত্রলীগের দোসরদের ক্যাম্পাস ও হলগুলোতে স্ব-পদে বহাল রেখে, ছাত্র সংসদের নির্বাচন দিলে ছাত্রলীগে পুনর্বাসন করা হবে। অতিদ্রুততম সময়ে ডাকসুসহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের নির্বাচন চাই। কিন্তু ছাত্রলীগের বিচার ব্যতীত যদি আপনারা আইওয়াশ একটা নির্বাচন করবেন, সেই ছাত্র সংসদকে ছাত্ররা মেনে নেবে না। সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীরা জুলাই–আগস্ট আন্দোলনে সাধারণ ছাত্রদের ওপর হামলা চালিয়েছে। তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিন।’

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের নামে কোনো মামলা বা বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার বিষয়টি উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন ছাত্রদল সভাপতি।

সভায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবের সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, যুগ্ম-সম্পাদক আল মামুন ও যুগ্ম-সম্পাদক এস.এম রাকিবুল ইসলাম আকাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিল।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com