প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম

যশোরের ঝিকরগাছায় প্রতারণার ফাঁদে ফেলে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ত্রিশ লক্ষাধিক টাকা আত্মসাথের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে প্রতারণার শিকার মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ লিটন মিয়ার স্ত্রী মেঘনা আক্তার স্বপ্না বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
মামলার বাদী মেঘনা আক্তার স্বপ্না উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও লিটন হোসেনের স্ত্রী।
বিবাদী আশিকুল ইসলাম একই ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
বাদীর অভিযোগ, আদালতে মামলা করায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন আসামি আশিকুল ইসলাম। তিনি মামলা প্রত্যাহার করতে চাপ সৃষ্টির পাশাপাশি নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে মামলার বাদীর অভিযোগ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী ও তার স্বামীর সাথে আসামীর দীর্ঘদিন যাবৎ সুসম্পর্ক ছিল। সম্পর্কের সুবাদে বাদীর প্রবাসী স্বামীর পাঠানো টাকা-পয়সার খোঁজ-খবর রাখত।
এ অবস্থায় কসমেটিকস ব্যবসায়ী আসামি আশিকুল ইসলাম ব্যবসায়িক প্রয়োজনে এক মাসের কথা বলে বাদীর কাছ থেকে ৩১ লাখ ৫০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করেন।
মামলার এজাহারে বলা হয়, ধারকৃত পাওনা টাকা ফেরত চাওয়ায় নানা টালবাহানা ও ছলচাতুরির একপর্যায়ে তিন মাসের মাথায় বিবাদী আসামি তার ব্যবসা প্রতিষ্ঠান আশিক কসমেটিক্স এর নামীয় অগ্রণী ব্যাংক লিমিটেড, গঙ্গানন্দপুর শাখা হতে উত্তোলনে বাদীকে ৩১ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে প্রেরণ করলে ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার স্লিপসহ চেকটি ফেরত দেয়।
পরে বাদী গত ০৪/০৯/২০২৪ তারিখে তার আইনজীবীর মাধ্যমে বিবাদী বরাবর লিগাল নোটিশ পাঠান।
মামলার অভিযোগে বলা হয়, বিবাদী লিগাল নোটিশ গ্রহণ করলেও বাদীর পাওনা টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করা হয়।