প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাতটি গরু, পিকআপ-সিএনজি মোটরসাইকেলসহ আন্ত:জেলার ডাকাত সরদারসহ তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ডাকাতরা হলো- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর গ্রামের কসিমুদ্দিনের ছেলে ডাকাত সরদার কানু (৪৫), শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের সাজেমানের ছেলে শরিফুল (২৩) ও একই ইউনিয়নের ধোবড়া গ্রামের ইয়াসিনের ছেলে রাকিব (২৪)।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার রাতে এখলাসপুর এলাকায় ডাকাতের প্রস্তুতি নিচ্ছে কয়েকজন ডাকাত- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানা পুলিশের একটি বিশেষ দল।
এ সময় আন্তঃজেলা ডাকাত সরদারসহ তিন ডাকাত সদস্যকে আটক করা হয়।
উদ্ধার করা হয় ৭টি গরু, পিকআপ ভ্যান, সিএনজি ও একটি মোটরসাইকেল।
তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আটক ডাকাতদের নামে মামলা দায়ের হয়েছে।