প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫০ পিএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এনামুল হক সাকিবের নেতৃত্বে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী।
গতকাল মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার কমিটি অনুমোদন করেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।
কমিটি প্রকাশের পর পরই কমিটির যুগ্ম আহ্বায়ক থেকে পদত্যাগ করেন এনামুল হক সাকিব। সাথে পদত্যাগ করেন বেশ কয়েকজন। এরপরই শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল বের করেন তারা।
এনামুল হক সাকিব বলেন, এই কমিটি গঠনে নানান অনিয়ম হয়েছে। আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। এই কমিটির বিরুদ্ধে আমাদের অবস্থান। এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম।