প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩০ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনুমোদনহীন ও মানহীন শিশুখাদ্য ও জুস উৎপাদনের অভিযোগে মল্লিক এগ্রো ফুড এন্ড বেভারেজ নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন পণ্য জব্দ এবং প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রয়ারি) বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিক্স ফাতেমা লিজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের সময় কারখানায় উৎপাদিত শিশুখাদ্য ও জুসের কোনো বৈধ অনুমোদনপত্র পাওয়া যায়নি। এ ছাড়া, পণ্যগুলোর গুণগত মানও অত্যন্ত নিম্নমানের ছিল, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
বিএসটিআই’র কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই শিশু খাদ্য ও বিভিন্ন ধরনের জুস তৈরি করে বাজারজাত করছিল। এসব পণ্য শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। অভিযানের সময় বিপুল পরিমাণ অনুমোদনহীন শিশু খাদ্য ও পানীয় জব্দ করা হয় এবং তা ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে বাজার পর্যবেক্ষণ করছি। যেসব প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া খাদ্য উৎপাদন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয় ভোক্তারা এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, বাজারে অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে।
এ বিষয়ে আরও কঠোর নজরদারির দাবি জানান স্থানীয় ভোক্তারা।
বিএসটিআই জানিয়েছে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বাজার ও কারখানাগুলোতে অভিযান পরিচালনা করা হবে এবং যেকোনো ধরনের অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।