প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৪ পিএম

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বর্তমানে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অন্য যেকোনো সময়ের চেয়ে খারাপ। ঘরে ঘরে চুরি, ডাকাতি ও লুটপাট হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনে যারা বিজয়ী হবে, তাদের হাতে ক্ষমতা দিন।’
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ চত্বরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের মোকাবেলায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, ‘কেউ কেউ বলছেন জাতীয় নির্বাচন আগে কেন, স্থানীয় নির্বাচন আগে হলেই ভালো। বিএনপি এখনো কাউকে নমিনেশন দেয়নি। কিন্তু একটি দল সব আসনে মনোনয়ন দিয়ে যাচ্ছে। বিএনপি শুধু এখন নির্বাচন চায়নি, ১৭ বছর ধরে একটি ভালো নির্বাচন চেয়ে আসছে।’
তিনি বলেন, ‘আজকে যারা ক্ষমতায় তারা বলছেন, এত তাড়াতাড়ি কেন? ছয় মাস হয়ে গেল, এখনো চালের দাম কমাতে পারেননি, লাখ লাখ মানুষ বেকার; কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি। বাজার সিন্ডিকেট হাসিনার আমলে যা ছিল, এখনো তাই আছে। রমজান মাস না আসতেই বাজারে তেলের দাম বেড়ে গেছে।’
বিএনপির এই বলেন, ‘বিএনপি সভানেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এখনো মাঠে নামেননি। নেতৃত্ব নিয়ে দলের মধ্যে একটু টানাপড়েন থাকতে পারে, কিন্তু চ্যালেঞ্জ আরো নিতে হবে এবং সবাইকে কাছাকাছি থাকতে হবে। সবার আগে দলকে নির্বাচনে বিজয় লাভ করাতে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, মো. আমিনুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।