প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৯ পিএম

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম মার্চের মধ্যে শেষ হবে। জুনের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এএমএম নাসির উদ্দিন আরও বলেন, আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে যেতে চান নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। ১৬ লক্ষ মৃত ভোটার আছে। তাদের বাদ দিতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, নির্বাচন অফিসার, সকল উপজেলা ও নির্বাচন কর্মকর্তাসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।