বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   রাজধানীতে বাস চাপায় ব্যাংক কর্মচারীর মৃত্যু    হোয়াটসঅ্যাপ-ফেসবুক-ইনস্টাগ্রাম চালাতে গুণতে হবে টাকা    হিলিতে চালের দাম কমেছে কেজিতে ৮ টাকা   ৮ জেলার শীত নিয়ে বড় দুঃসংবাদ    রাবির বি ইউনিটের ফল প্রকাশ   পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন    
সাতক্ষীরায় ৬২ কেজি হরিণের মাংস জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৩ পিএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এসময় একটি নৌকাসহ চোরা শিকারীদের ফেলে যাওয়া আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটার সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদ থেকে হরিণের মাংসসহ মালামাল জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের গহিন অরণ্য থেকে এক দল চোরা শিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বনস্টেশন অফিসার (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনবিভাগের দুটি টহল দল যৌথভাবে সুন্দরবন সংলগ্ন কপোতক্ষ নদে অভিযান চালায়। 

এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা নৌকা ফেলে সুন্দরবেনর ভিতরে পালিয়ে যায়। পরে বনবিভগের সদস্যরা ওই নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, চোরাশিকারীরা সুন্দরবনের ভেতর থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসার সময় বনবিভাগের সদস্যরা সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদে অভিযান চালায়। এসময় সেখানে থাকা একটি নৌকা থেকে ৬২ কেজি হরিণের মাংসসহ হরিণ শিকারের আনুসাঙ্গিক মালামাল জব্দ করেন। তবে, এসময় হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরও জানান, সুন্দরবনে হরিণ শিকার বন্ধে বনবিভাগের টহল জোরদার করা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com