প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৫ পিএম

নিখোঁজের একদিন পর বাড়ির পাশে থাকা লিচু বাগান থেকে ইব্রাহিম নামে নয় বছরের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইব্রাহিম জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ইব্রাহিম নিখোঁজ হয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে শুক্রবার রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ শনিবার সকালে ইব্রাহিমদের বাড়ির পাশের লিচু বাগানে তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, ইব্রাহিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, পোস্টমর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত সঠিকভাবে মৃত্যুর কারণ বলা সম্ভব না। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশ ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে বলেও ওসি জানান।