রবিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭ মাঘ ১৪৩২

শিরোনাম: আগামি দিন ভাগ্য গড়ার দিন, দেশ গড়ার দিন: তারেক রহমান   সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার   নির্বাচন হতে হবে মানুষের ভাগ্য পরিবর্তনের: তারেক রহমান   বিদ্রোহীদের নিয়ে যা ভাবছে বিএনপি!   আর্থিক সংকটে পঙ্গু হতে চলেছে জাতিসংঘ, সতর্কবার্তা গুতেরেসের   তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শর্মিলা রহমান   বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে ‘উগান্ডা’   
মাদকের টাকা না পেয়ে হত্যা করা হয় অটোরিক্শা চালক ফারুককে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০০ AM

গত ২ সপ্তাহ আগে চাঁদপুর-কুমিল্লা জেলার সীমানার কচুয়ার ছোট ভবানীপুর এলাকায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঘটনার কিনারা করতে পেরেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার অটোরিক্শা চালক ফারুক হোসেন হত্যায় জড়িত প্রধান আসামিসহ তিনজনকে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এক সংবাদ সম্মেলন করে উপস্থিত সাংবাদিকদের কাছে এই নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

মূলত মাদকের টাকা ভাগাভাগি এবং মাদক বিক্রির টাকা না পেয়ে অপর অটোরিক্শা চালক আরিফুর রহমান শ্বাসরোধ করে হত্যা করে তার বন্ধু ফারুক হোসেনকে।

কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে গত ৫ ফেব্রুয়ারি রাতের এই ঘটনার পর চাঁদপুরের কচুয়ার ছোট ভবানীপুর এলাকায় গলায় রশি পেঁচানো বস্তাবন্দি মরদেহ ফেলে রাখে ঘাতক আরিফ। এ ঘটনায় নিহতের স্ত্রী ছায়েরা বেগম কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
তবে ঘটনার পর থেকে রহস্য উদঘাটনে মাঠে নামে কচুয়া থানা পুলিশ। একপর্যায়ে গত ২৪ ঘণ্টার এক অভিযানে চট্টগ্রাম ও কুমিল্লা থেকে প্রধান আসামি আরিফ, সহযোগী আল আমিন (২৪) এবং আবুল খায়েরকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অটোরিকশা এবং ভিকটিম ফারুক হোসেনের মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব আরো জানান, মূলত মাদকের টাকা ভাগাভাগি এবং মাদক বিক্রির টাকা না পেয়ে আরিফ তার বন্ধু ফারুককে শ্বাসরোধে হত্যা করে।

তিনি বলেন, বেশ বিচক্ষণতার সঙ্গে এবং দ্রুত সময়ে অটোরিকশা চালক ফারুক হোসেন হত্যা মামলার কিনারা করতে সক্ষম হয়েছেন তদন্ত কর্মকর্তা। তাই হত্যাকাণ্ডের মাত্র দুই সপ্তাহের মধ্যে ঘাতকদের গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় পুলিশ সুপার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামরুল হাসানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে পুরস্কৃত করেছেন।

এদিকে, পুলিশ জানায় একসময় ঢাকার একটি সাউন্ড সিস্টেমের দোকানের কর্মচারী ছিলেন ঘাতক আরিফুর রহমান (৩৫)। সেখানে কাজ হারিয়ে গত কয়েক বছর আগে গ্রামে ফেরেন তিনি। তারপর অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা। এরইমধ্যে ধারদেনার দায়ে হতাশাগ্রস্ত। 

একপর্যায়ে মাদকের দিকে পা বাড়ান আরিফ।

এই পরিস্থিতিতে আরেক অটোরিকশা চালক ফারুক হোসেনের (৩৩) সঙ্গে সম্পর্ক তৈরি হয়। কারণ, তারা দুজনেই মাদকসেবী। তবে তিক্ততা সৃষ্টি মাদকের টাকা নিয়ে। তাই আরিফ পরিকল্পনা করে অটোরিকশা ছিনিয়ে নিতে ফারুক হোসেনকে হত্যার। ৫ ফেব্রুয়ারি রাতে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্জন একটি স্থানে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় ফারুক হোসেনকে। পরে সেই মরদেহ কুমিল্লার বরুড়া থেকে নিয়ে যাওয়া হয় চাঁদপুরের কচুয়া উপজেলার ছোট ভবানীপুর গ্রামের পাকা সড়কে। তার ধারণা ছিল, অন্য জেলায় মরদেহ ফেলে রাখা হলে হত্যার দায় থেকে পার পাওয়া যাবে। কিন্তু তা ব্যর্থ হয়। এরইমধ্যে থানায় মামলা হলে মাত্র ২ সপ্তাহের মধ্যে পুলিশের জালে ধরা পড়েন ঘাতক আরিফ। সঙ্গে যারা তার কাছ থেকে অটোরিকশা ক্রয় করেছিল তারাও।
এদিকে, সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম ও ফারুক হোসেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামরুল হাসান।

অন্যদিকে, পুলিশের কাছে হত্যাকাণ্ডের দায় স্বীকার করায় দুপুরে আরিফসহ তিন আসামিকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাাগরে পাঠানো হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com