প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৬ পিএম

মোংলায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী সৈনিক লীগের দুই কর্মী আটক হয়েছে।
গতকাল বুধবার রাতে যৌথ অভিযানে পৌর শহরের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, মো. নুর আমিন রিফাত (২৬) ও আল আমিন এজাজ (২৯) সৈনিক লীগ রাজনীতির সাথে জড়িত ছিল। তারা মোংলা পৌর শহরের ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ সরকারের সময় জমি দখল ও সরকারি চর দখল, মাদক সেবনসহ নানা অপরাধের সাথে জড়িত ছিলো।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘ডেভিল হান্ট অভিযানে এ দুই জনকে আটক করা হয়েছে।
আজ সকালে তাদের আদালতের পাঠানো হয়েছে বলে জানায় থানার এই কর্মকর্তা।