শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২

শিরোনাম: বাংলাদেশে এলো তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি, দাম কত?   হেলিকপ্টারে বিমানবন্দর যাবেন খালেদা, মধ্যরাতে আসছে এয়ার অ্যাম্বুলেন্স   নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম   লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরের সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ    পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন   কেরাণীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া   খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'র দোয়া মাহফিল    
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
মির্জা আজম থাকার খবরে ধানমন্ডির একটি বাড়িতে অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৩ পিএম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম থাকতে পারেন এই খবরে রাজধানীর ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা একটি বাড়িতে অভিযান শুরু হয়েছে। র‌্যাব, পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক), এনএসআই অভিযানে অংশ নিয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসা প্রথমে ঘিরে রাখেন র‌্যাব সদস্যরা। 

পরে রাত সোয়া ১১টার দিকে কিছু র‍্যাব সদস্য বাসায় প্রবেশ করলে শুরু হয় অভিযান। সেখানে বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করছেন।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, 'মূলত র‌্যাবের তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন। তথ্য রয়েছে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন। অভিযান শেষ না হলে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।'  

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান শুরু হয়েছে। ওই বাড়িতে আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী-এমপি থাকতেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা পালিয়েছেন। আজ খবর ছিল মির্জা আজম ওই বাড়িতে থাকতে পারেন, এমন খবরেই অভিযান শুরু হয়েছে। তবে এখনও তেমন কোনো তথ্য মেলেনি।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আসিফ উদ্ দোলা তপু গণমাধ্যমকে বলেন, ‘অভিযান চলছে। পরে বিস্তারিত জানাতে পারব।’

ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) গণমাধ্যমকে বলেন, ‘আমরা র‌্যাবের সঙ্গে ধানমন্ডিতে একটি অভিযানে আছি। অভিযান শেষ না হলে এবিষয়ে এখনই কিছু প্রকাশ করতে চাচ্ছি না।’

মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি নৌকা প্রতিকে বেশ কয়েকবার জামালপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com