প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২৯ পিএম

নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষের বদলী আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ প্রাঙ্গণে তারা এ বিক্ষোভ করে।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ মাত্র ৬ মাস আগে কলেজটিতে নিয়োগ প্রাপ্ত হোন। এরই মধ্যে কলেজের একাডেমিক উন্নয়নসহ শিক্ষার্থীদের ক্লাশে ফেরা, ভুল সংশোধনে পরীক্ষার খাতা দেখার ব্যবস্থা, কলেজ ক্যান্টেন উন্নয়ন, টয়লেটের পরিবেশ উন্নয়নে কাজ, শিক্ষকদের কলেজে নিয়মিত উপস্থিত ও ক্লাশ নেওয়া, নতুন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এমবিবিএস চিকিৎসক দিয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন কাজ শুরু করেছেন। ফলে সাধারণ শিক্ষার্থীদের দাবি, মাত্র ছয় মাসের মধ্যে নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ যে সকল পদক্ষেপ নিয়েছেন সে সকল পদক্ষেপ যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষার মানোন্নয়নে হুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শতভাগ শিক্ষাবান্ধব। অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্থানীয় কতিপয় দুষ্টুচক্রের শকুনচোখে পড়েছেন। আর যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারাই অধ্যক্ষকে এ প্রতিষ্ঠান থেকে অপসারণে উঠে পগেড় লেগেছে বলে দাবি করেন শিক্ষার্থীরা।
তাই নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বদলীর জন্য যে আদেশ দেওয়া হয়েছে তা যেন অনতিবিলম্বে তুলে নেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সে দাবি জানান শিক্ষার্থীরা।
পওে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি জানিয়ে একটি স্বারকলিপি দেন।
নারায়ণগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, বদলী চাকুরির একটি অংশ। তবে, আমি এটা বলতে পারি যে, মাত্র ছয় মাসে কলজেটিতে একাডেমিক ও অবকাঠামোগত যে উন্নয়ন ও পদক্ষেপ নিয়েছি এতে করে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরেছে। যা বর্তমান সময়ে শিক্ষার্থীর লেখাপড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক যোবায়ের এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোন সাড়া দেননি। পরে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর মেলেনি।