প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪২ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় পিঠা মেলা ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে (১৬ ফেব্রুয়ারি) কাপাসিয়া ডিগ্রি কলেজের আয়োজনে অনুষ্ঠিত হয় এই পিঠা মেলা ও বসন্ত উৎসব।
মেলার স্টল গুলোতে পাটিসাপটা, তালকুচি, ভাঁপা, ঝিনুক, নকশি পিঠা, চন্দ্রপুলি ও পাখি পিঠাসহ প্রায় অর্ধশত পিঠা প্রদর্শনের জন্য রাখা হয়। বসন্তবরণ উপলক্ষে সকাল ১০টায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপ এর নারী উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য নিয়ে বিভিন্ন স্টলে নানারকম পিঠা ও তাদের পণ্যের প্রদর্শনী করে বিক্রি করছে।
মেলায় ৪০টির বেশি স্টলে নানারকম বাহারী গ্রামীণ পিঠা ও পণ্য পাওয়া যায়।
ভাপা পুলি, পাটি সাপটা, পাতা, নকশিসহ বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয় মেলায়। আর এ মেলায় অংশগ্রহণ করেন সব বয়সের মানুষরা। ফলে মেলা প্রাঙ্গনে তৈরি হয় উৎসবের আমেজ। এছাড়া ছিলো সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
মেলার আয়োজকরা জানান, বসন্ত উৎসবে শিশুসহ সবাইকে হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন।