প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:২৬ পিএম

কুষ্টিয়া শহরের প্রতীতি বিদ্যালয়ের সামনে সড়ক পারাপারের সময় বালিভর্তি ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর শিক্ষার্থী ইব্রাহিম নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)।
রোববার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। চালক পালিয়ে যাওয়ায় তারা বালি ভর্তি ট্রলিটিতে অগ্নিসংযোগ করেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান বলেন, বটতৈল থেকে ইব্রাহিম ও দাদি স্কুলে আসার জন্য রাস্তা পার হওয়ার সময় অপর দিকে গড়াই নদীর বালু ঘাট থেকে একটি বালু বোঝায় ট্রলি আসার পথে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনকে চাপা দেন। ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। তার দাদীর অবস্থা আশংকাজনক হওয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। এ ঘটনায় স্থানীয়রা খুলনা-ঝিনাইদহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে পরিদর্শনে যাওয়া সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন তার কাছে।