প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:২৩ পিএম আপডেট: ১৯.০২.২০২৫ ৯:১৩ PM

টাকার বিনিময়ে কুখ্যাত আওয়ামী লীগ নেতা কারাবন্দি শাজাহান খানের সার্বিক পরিবহনের সায়েদাবাদ কাউন্টার থেকে বাস চালু করতে গিয়ে সাধারণ শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাএ জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেছে বিএনপি নামধারি চাঁদাবাজরা।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র জনতা শাহজাহান খানের সার্বিক পরিবহনের বাস কাউন্টারটি বন্ধ করে দেয়। যা এতদিন বন্ধ ছিল। বৃহস্পতিবার রাতে বিএনপি'র স্থানীয় নেতা পরিচয়দানকারী মিজান ভান্ডারী ও আলমগীর হোসেনের নেতৃত্বে একদল চাঁদাবাজ পুনরায় কাউন্টারটি চালু করতে যায়।
খবর পেয়ে সাধারণ শ্রমিকরা এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কাউন্টারটি ভেঙে গুড়িয়ে দেয়। বেগতিক দেখে চাঁদাবাজরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
শ্রমিক নেতা আ. রব এবং মালিক সমিতির এক নেতা জানান, মিজান ভাণ্ডারী ও আলমগীর হোসেন দুজনই বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। এরা মূলত সন্ত্রাসী। চাঁদাবাজি করেই ঢাকায় একাধিক গাড়ি বাড়ির মালিক হয়েছে। এর আগেও কয়েকবার চাঁদাবাজী করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে। ওদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় চাঁদাবাজির মামলা আছে।
এ বিষয়ে জানতে চাইলে স্হানীয় বিএনপি নেতা নবীউল্লাহ বলেন, এর আগে দখলবাজরা মির্জা আব্বাসের নাম ভাঙ্গিয়ে বিএনপিকে কলঙ্কিত করছে। আলমগীর ও মিজান ভান্ডারী দুজনই চিহ্নিত পরিবহন চাঁদাবাজ। গত বিএনপি সরকারের আমলে এই চাঁদাবাজরা চাঁদাবাজি করে প্রত্যেকেই যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় চার পাঁচটি করে বাড়ির মালিক হয়েছেন।
অবিলম্বে দল থেকে তাদেরকে বহিষ্কারের দাবি জানান তিনি।