প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫১ পিএম

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় ল্যান্স কর্পোরাল সাজেদুল ইসলাম (২৭) প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামক স্থানে স্কয়ার কোম্পানির সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এই সেনাসদস্য প্রাণ হারান।
সাজেদুল ইসলাম সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাস্টার্স পরীক্ষা দিতে সিলেট থেকে মোটর সাইকেল দিয়ে ঢাকা যাচ্ছিলেন সাজেদুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সেনাসদস্যকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ বিশ্বাস শুভ্র দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, সড়ক দুর্ঘটনায় নিহত সেনাসদস্যের সুরতহাল রিপোর্ট তৈরি করছে পুলিশ।