প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৭ AM

শেরপুরে আওয়ামী লীগ নেতা মো. কুদরতুল্লাহ আঙ্গুরকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৪)।
বুধবার (১২ ফেব্রুয়ারি) জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পতাবিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুদরত উল্লাহ আঙ্গুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পতাবিয়া এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
র্যাব জানায়, সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি মো. কুদরত উল্লাহ আঙ্গুরকে র্যাব ১৪ সিপিসি-১ এর একটি অভিযানিক দল পতাবিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।