শুক্রবার ৩০ জানুয়ারি ২০২৬ ১৫ মাঘ ১৪৩২

শিরোনাম: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ   ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির   গণভোটে সরকারি চাকরিজীবীদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রচার দণ্ডনীয় অপরাধ: ইসি   নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান    ফখরুলের গলায় টাকার মালা!   চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ: হাইকোর্ট   ২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান   
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৫ পিএম

কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

সোমবার সকালের দিকে সাড়ে ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকে। 

এতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের কর্মসূচি তুলে নেয়ার কথা বললেও হাসপাতাল কার্যক্রম চালুর নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় থাকে।
 
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া কুষ্টিয়া মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা জানান, প্রায় ১৪ বছর অতিবাহিত হলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গতা পায়নি। কোটি কোটি টাকার যন্ত্রাংশ অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলেও কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে প্রশাসনের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

এর আগে সকাল ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. এইচ এম আনোয়ারুল ইসলামের কক্ষে জান। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পরিচালকের কাছে কবে নাগাদ হাসপাতাল কার্যক্রম চালু হবে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারায় পরিচালকের কক্ষ আটকে তালা জুলিয়ে দেয় শিক্ষার্থীরা। 

সেনাবাহিনীর মধ্যস্থতায় আগামী ২০ দিনের মধ্যে শিশু বিভাগ ও  মেডিসিন বিভাগ পূনাঙ্গভাবে চালুর আশ্বাসে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার করেন।

 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: vorerpata24@gmail.com বার্তা ইমেইল:news@dailyvorerpata.com বিজ্ঞাপন ইমেইল:vpgmad@gmail.com