প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৫ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকদদের সাথে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী।
সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার সূচনা চত্বরের কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার জামায়াতে ইসলামীর আমির হাছেন আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ও হাতীবান্ধা-পাটগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান লালমনিরহাট-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হাবিবুর রহমান ছাতা, প্রেস ক্লাব হাতীবান্ধার সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নুরুল হক, রিপোটার্স ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রিপোটার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, দৈনিক মানবকণ্ঠের লালমনিরহাট প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, দৈনিক ভোরের পাতার লালমনিরহাট মাল্টিমিডিয়া প্রতিনিধি মাসুদ বাবু, দৈনিক কালবেলার হাতীবান্ধা প্রতিনিধি তমাল কান্তি রায়সহ উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।